
রোকুনুজ্জামান খান, (স্টাফ রিপোর্টার) বিএনপি’র নেতাকর্মীরা কোন চাঁদাবাজি করে না, কোন জমি দখল করে না, কোন কারখানার ঝুটের ব্যবসা করে না, আগের বিএনপি আর এখনকার বিএনপি এক না। তাই কোন বিএনপি নেতাকর্মীদের দাঁড়ায় যদি কোন একটা ভোট নষ্ট হয়। তাহলে তার বিচার করা হবে বলে হুঁশিয়ারি দেন গাজীপুর সদর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন রিজভী।
শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে গাজীপুর সদর উপজেলা ভবানীপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে ও আহত সহ বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থতা এবং বন্যায় নিহতদের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, আমি অন্যায় করি না কাউকে করতেও দেব না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাধ্যমে আমরা একটা স্বাধীনতা পেয়েছি। সে স্বাধীনতা রক্ষার্থে প্রয়োজনে আমরা এখানে যারা আছি তারা জীবন দিয়ে দিব। এ সময় বৈষম্যবিরোধী ছাত্রদের উদ্দেশ্যে বলেন। কোথাও কোনো অন্যায় হলে আমরা যারা সুশীল সমাজের লোকজন আছি তাদের জানাবেন। আমরা আপনাদের সাথে থেকে অন্যায়কে প্রতিহত করব।
অনুষ্ঠানে ভাওয়ালগড় ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের যুবদলের সাংগঠনিক সম্পাদক আল-আমিন আকন্দের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ৪ নং ওয়ার্ডের সভাপতি শফিকুল ইসলাম সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাওয়ালগড় ইউনিয়নের সভাপতি মজিবুর ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাস্টার, দপ্তর সম্পাদক সায়েম। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সাবেক বৃহত্তম মির্জাপুর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ন আহবায়ক ফকরুল ইসলাম প্রধান, ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের সদস্য দেলোয়ার হোসেন, শফিকুল ইসলাম প্রধান, দেলোয়ার হোসেন, সোহেল রানা, মোস্তফা আকন্দ, সুমন মন্ডল, শরিফুল ইসলাম আকন্দ সহ ইউনিয়ন বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
