গাজীপুর সদরে শ্রমিকদের ২০ দফা দাবিতে কর্মবিরতি

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

গাজীপুর সদর উপজেলায় ট্রান্সকম বেভারেজ লিমিটেড কারখানার শ্রমিকরা ২০ দফা দাবিতে কারখানার সামনে অবস্থান কর্মবিরতি কর্মসূচি পালন করে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ভাওয়ালগড় ইউনিয়নের বাঘের বাজার এলাকায় সকাল থেকে কারখানার সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করে। এসময় কারখানার সকল প্রকার কার্যক্রম বন্ধ করে দেয় শ্রমিকরা।

শ্রমিকরা জানান, আমাদের ন্যায্য অধিকার আদায়ের লিখিত ভাবে গত ১সেপ্টেম্বর শ্রমিকদের দাবি আদায়ের জন্য সকল শ্রমিকের উপস্থিতিতে সিবিএ নিকট দাবি পেস করে ৪৮ ঘণ্টা আলটিমেটাম দেওয়া হয়। এরপর কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তা এইচ আর এডমিন জাহিদ ও পার্সোনাল ম্যানেজার মোর্শেদুল হুদা তার চেম্বারে শ্রমিকদের ডেকে নিয়ে হ্যাস্ত ন্যস্ত করে এবং চাকরিচ্যুত করার হুমকি প্রদান করে।

তারা আরোও বলেন, কোস্পানিতে পণ্য পরিবহনের নামে সেসকল ট্রান্সপোর্ট মালিক বা কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা কোটি কোটি টাকা লুটপাট করছে। তাদের চাকরিচ্যুত করার দাবি জানান। পাশাপাশি ইন্ডিয়ান ম্যানেজমেন্ট কর্মরত কর্মকর্তাদের চাকরিচ্যুত করার দাবি জানায়।

পরে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থান কর্মসূচি পালন করে। আন্দোলনরত শ্রমিকদের সাথে গাজীপুর  জেলা পুলিশ ও শিল্প পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে কারখানার শ্রমিকদের বুঝিয়ে মহাসড়কের পাশ থেকে সরিয়ে দেয়। এবং শ্রমিকদের অপ্রীতিকর ঘটনার সাথে জড়িত না হওয়ার জন্য অনুরোধ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *