গাজীপুরে সংখ্যালঘু ও বন বিভাগের জমি দখল করে সীমানার প্রাচীর নির্মাণ

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

রোকুনুজ্জামান খান (স্টাফ রিপোর্টার), গাজীপুর সদর উপজেলায় ভবানীপুর এলাকায় হিন্দু সম্প্রদায়ের ও বন বিভাগের জমি অবৈধভাবে দখল করে সীমানার প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে প্রভাবশালী তৌফিকউদ্দিন আহম্মেদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী পার্বতী রানী (৫০) বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে জয়দেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী পার্বতী রানী জানান, সি.এস- ১৩৯১ দাগে ৩ একর ১৪ শতাংশ জমির রয়েছে। সেখানে হিন্দু সম্প্রদায়ের এবং বন বিভাগের যৌথ জমি রয়েছে। এ নিয়ে বন বিভাগের সাথে আমাদের আদালতে মামলা চলমান রয়েছে। সাম্প্রতিক দেশের বর্তমান পরিস্থিতিতে তৃতীয় পক্ষ থেকে স্থানীয় কিছু নেতৃবৃন্দদের সহায়তায় ঢাকার এক প্রভাবশালী ব্যক্তি জোরপূর্বক ওই জমির চারপাশে সীমানা প্রাচীর নির্মাণ করে জমি দখল নেওয়ার চেষ্টা করে। এতে মাঝখানে থাকা আমাদের হিন্দু সম্প্রদায়ের কয়েকটি পরিবার গৃহবন্দী হয়ে পড়েছে। আমাদের বাপ-দাদার আমলের সম্পত্তি ওয়ারিশ সূত্রে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছি। বর্তমান কিছু ভূমি দস্যুরা জোরপূর্বক দখল করে জমি নিয়ে যাচ্ছে। কিছু বলতে গেলে আমরা হামলার শিকার হচ্ছি। প্রশাসন যাতে দ্রুত এসব ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় সে’জন্য জোর দাবি জানাচ্ছি।

পরে ঘটনার স্থলে পুলিশ, স্থানীয় মেম্বার, বন বিভাগের কর্মকর্তারা ও ছাত্র-জনতার সহায়তায় কাজ বন্ধ করে চলাচলের ব্যবস্থা করে দেওয়া হয়। এবং পরবর্তী আদালতের নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল ধরনের নির্মাণ কাজ ও বিশৃঙ্খলা না করার জন্য বলা হয়।

এদিকে বন বিভাগের দাবি পুরো জমি বনের নামে ছিল কিন্তু ভুলবশত কিছু জমি ব্যক্তি মালিকানার নামে রেকর্ড হয়েছে। তাই বন বিভাগের পক্ষ থেকে আদালতে রেকর্ড সংশোধনী মামলা করা হয়েছে। যা বর্তমানে আদালতে মামলা চলমান রয়েছে। কিন্তু তৃতীয় পক্ষ থেকে তৌফিক উদ্দিন আহম্মেদ কিভাবে সীমানা প্রাচীর নির্মাণ করছে এটা আমাদের জানা নেই। তবে কেউ বনের জমি দখল করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান বন কর্মকর্তারা।

এ ব্যাপারে অভিযুক্ত তৌফিকউদ্দিন আহম্মেদ এর সাথে যোগাযোগের চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *