গাজীপুরে তিন ভাই টাইলস মার্কেট ব্যবসায়ী নির্বাচনে সভাপতি কাজল নির্বাচিত

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সদর উপজেলায় তিন ভাই টাইলস মার্কেট ব্যবসায়ীদের কার্যকরী কমিটির ২০২৪-২০২৬ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থিত তিন ভাই মার্কেটে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

৭ সদস্য বিশিষ্ট দুই বছর মেয়াদী এই কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হন কাজল আহমেদ রিয়াজ এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি রাশেদুল সরকার, সহ-সাধারণ সম্পাদক ইমরান হোসেন, দপ্তর সম্পাদক মীর নূর মোহাম্মদ, কোষাধ্যক্ষ শাহে আলম হাওলাদার এবং প্রচার সম্পাদক রায়হান মোল্লা।

২০২৪-২০২৬ সালের কমিটির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আহসান উল্লাহ ফাহিম। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ আলী টিটু মাস্টার, আবির হোসেন এবং আওলাদ হোসেন। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন তিন ভাই টাইলস মার্কেটের সকল ব্যবসায়ী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

২০১৮ সালে নজরুল ইসলাম ভান্ডারী, রফিকুল ইসলাম এবং নাজমুল ইসলাম এই তিন ভাইয়ের সমন্বয়ে টাইলস মার্কেটটি নির্মিত হয়। টাইলস মার্কেটটি নির্মাণের পর থেকে প্রতিটি ব্যবসায়ীর মাঝে ঐক্য ও ভ্রাতৃত্ব ধরে রাখার লক্ষ্যে প্রতি দুই বছর অন্তর নির্বাচন অনুষ্ঠিত হয় এবং কমিটি গঠন করা হয়।

উক্ত সাধারণ নির্বাচনে সার্বক্ষণিক তত্ত্বাবধানে ছিলেন তিন ভাই টাইলস মার্কেটের অন্যতম কর্ণধার নজরুল ইসলাম ভান্ডারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *