শ্রীলঙ্কা সফরের দল ঘোষণা বাংলাদেশের

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

সামনেই নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বিশ্বকাপের আগে ক্রিকেটারদের প্রস্তুতির অংশ হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে ‘এ’দলের সিরিজ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে জাতীয় দলের ক্রিকেটারদের আধিক্যই বেশি। ১৫ সদস্যের দলে আছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। যদিও দলটির নেতৃত্বে থাকবেন তরুণ ক্রিকেটার রাবেয়া খাতুন।

আমন্ন এই সফরে দুটি ওয়ানডে ও পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। আগামী ৮ সেপ্টেম্বর শুরু হবে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর টি-টোয়েন্টি সিরিজ শুরু ১২ সেপ্টেম্বর। আগামী অক্টোবরে বাংলাদেশ দল টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাবে। বাংলাদেশে বিশ্বকাপটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নিরাপত্তার শঙ্কায় শেষ পর্যন্ত টুর্নামেন্টটি চলে যায় মরুর দেশটিতে।

৮ সেপ্টেম্বর ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। দ্বিতীয় ওয়ানডে হবে ১০ সেপ্টেম্বর। এরপর ১২ সেপ্টেম্বর থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। বাকি ম্যাচগুলো হবে ১৩, ১৫, ১৭ ও ১৯ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচ হবে কলম্বোতে। 

বাংলাদেশ ‘এ’ দল: রাবেয়া খাতুন (অধিনায়ক), মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, নাহিদা আক্তার, নিগার সুলতানা জ্যোতি, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নিহার, সাবিকুন নাহার ও শামীমা সুলতানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *