
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে বাংলাদেশ বেতারে প্রচারণামূলক বিশেষ থিমসং রেকর্ড হয়েছে। ভোটারদের ভোট প্রদানে উৎসাহিত করা এবং নির্বাচনী পরিবেশকে আরও উৎসবমুখর করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এই গানটি তৈরি করা হয়েছে। ‘ত্রয়োদশ নির্বাচনের ঘণ্টাধ্বনি বাজলো আবার, নতুন রূপে ভোটের মাঠও, সবার জন্য সাজলো আবার’—এই শিরোনামে গানটির কথা লিখেছেন গীতিকার মহসিন আহমেদ। গানে তিনি ভোটের মাধ্যমে নাগরিক অধিকার, সত্য ও ন্যায় প্রতিষ্ঠা এবং স্বপ্নের বাংলাদেশ গড়ার বার্তা তুলে ধরেছেন।
গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন বরেণ্য সুরকার মো. সাদেক আলী। সমবেত কণ্ঠে গানটিতে কণ্ঠ দিয়েছেন এই সময়ের জনপ্রিয় শিল্পীরা—বাবু সরকার, সাব্বির জামান, জুলি সরকার, মৌসুমী ইকবাল, অনন্যা আচার্য ও মতিউর রহমান।
ইতোমধ্যে বাংলাদেশ বেতারের স্টুডিওতে থিমসংটির রেকর্ডিং শেষ হয়েছে। নির্বাচনকাল পর্যন্ত বাংলাদেশ বেতারের সব কেন্দ্র থেকে নিয়মিত প্রচার করা হবে গানটি।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
পঞ্চগড়ে গ্রাম পুলিশের সঙ্গে গণভোট বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
- -
অধিকাল ভাতা’ বন্ধে ক্ষুব্ধ স্থলবন্দর কর্মচারীরা : পুনরায় ভাতা চালুর দাবি
- -
বেনাপোলে বিদেশি অস্ত্রসহ যুবক আটক
- All Posts
