কালমেঘ মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় জেলার আটোয়ারি উপজেলা বলরামপুর ইউনিয়নে অবস্থিত স্বনামধন্য হাফিজিয়া কাওমি মাদ্রাসা হিসেবে সকলের কাছে পরিচিত তা’লীমুল কুরআন কালমেঘ জান্নাতবাগ কাওমি মাদ্রাসা। এই মাদ্রাসার পরিবেশটি অসাধারন এবং চমৎকার, প্রতিবছর এই মাদ্রাসা থেকে অনেক ছাত্র হাফেজ হয়ে বের হয়। এবছর সমাপনি পরিক্ষায় ১২ জন ছাত্র-ছাত্রী জিপিএ পেয়েছে তার মধ্যে দুই জন বোর্ডের সেরা দশে স্হান অর্জন করেছে।

উক্ত ক্রিয়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সাধারণ সম্পাদক মোঃ হাবিবুল্লাহ সাহেব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক অত্র মাদ্রাসার দাতা সদস্য ময়দানদিঘী ইউনিয়নের সাবেক সফল মেম্বার মোঃ আবু তাহের এবং বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী সততার প্রতীক হাফেজ মোঃ আল-মামুন।

বার্ষিক ক্রিয়া এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোদা উপজেলার বিশিষ্ট সমাজ সেবক কবি সাহিত্যিক মোঃ শফিউল আলম টুটুল। সারাদিন ব্যাপীক্রিয়া এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন হাফেজ মাওলানা মুফতি মিসবাহুল হক, সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র মাদ্রাসা স্বনামধন্য পরিচালক মাওলানা মোঃ আরাফাত ইবনে আকবর।

সর্বশেষে কেরাত গজল প্রতিযোগিতার এবং পুরস্কার বিতরণের মাধ্যমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানটি শেষ হয়।